প্রকাশিত: Sat, May 11, 2024 8:57 AM
আপডেট: Sat, Dec 6, 2025 2:25 PM

[১]বোমার চালান স্থগিত হলেও ইসরায়েলকে মার্কিন সমর্থন ও সহায়তা অব্যাহত থাকবে: লয়েড অস্টিন

এম খান:  [২] গাজার রাফাহ নগরীতে ইসরায়েলি বাহিনী সর্বাত্মক সেনা অভিযান শুরু করতে যাচ্ছে এমন উদ্বেগে গত সপ্তাহে দেশটিতে ৩৫০০ বোমার একটি একটি চালান স্থগিত করেছে। সূত্র: আলজাজিরা

[৩] বুধবার মার্কিন কংগ্রেসের উপকমিটিকে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 

[৪] এ বিষয়ে লয়েড অস্টিন মার্কিন কংগ্রেস সদস্যদের বলেছেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমরা শুরু থেকে বলে আসছি যে ওই যুদ্ধক্ষেত্রে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে রাফাহতে ইসরায়েলি বাহিনীর অভিযান চালানো ঠিক হবে না।’ 

[৫] লয়েড অস্টিন কমিটিতে ইসরায়েল সরকারের প্রতি মার্কিন প্রশাসনের সমর্থন অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করে বলেছেন, এই স্থগিত চালানের সঙ্গে এপ্রিলে তেল আবিবকে দেওয়া সম্পূরক সহায়তা প্যাকেজের কোন সম্পর্ক নেই। উল্লেখ্য, ওই প্যাকেজে ইসরায়েলকে ১৭শ কোটি ডলার সহায়তা দেওয়া হবে।

[৬] জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ২ হাজার পাউন্ড ওজনের ১৮০০ বোমা ও  ৫০০ পাউন্ড ওজনের ১৭০০ বোমা ছিল। [৭] একজন মার্কিন কর্মকর্তা বলেন, রাফাহ’য় বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ‘পুরোপুরি বিবেচনায়’ নেয়নি ইসরায়েল। 

[৮] অস্ত্রের চালান স্থগিত করার ঘটনায় ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছে।